সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার নগরীর কাচারী বাজার থেকে ওই সাংবাদিককে তুলে নেয়ার অভিযোগ উঠে। লিয়াকত আলী বাদল একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি অভিযোগ করেন, রকি নামের এক ব্যক্তি ও জুলাই যোদ্ধা নামে কিছু সহযোগীরা অটোরিকশার লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে তাকে তুলে নিয়ে মারধর করেছে। বাদল বলেন, কাচারী বাজার থেকে তুলে নিয়ে তারা সিটি করপোরেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি রসিকের সিইওকেও এ ঘটনায় দায়ী করেন। তবে এ অভিযোগ সিইও এ অস্বীকার করেন। ঘটনার পর সাংবাদিক সমাজ রংপুর সিটি করপোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। ঘটনার প্রতিবাদে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রিপোর্টার্স ক্লাব রংপুরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কঠোর ক্ষোভ প্রকাশ করেছে। আরপিইউজের সাধারণ সম্পাদক...