ইলিশের এখন ভরা মৌসুম। আর তা যদি হয় পদ্মা ও মেঘনার, তাহলে তো কথাই নেই। তবে এমন ভরা মৌসুম হলেও নানা কারণে এখন সাগর ও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তাই বাজারে দামও চড়া। ‘তবে সস্তায় ইলিশ মিলছে। তাও খোদ চাঁদপুরের পাইকারি মাছ বাজার বড়স্টেশনে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার ও লোভনীয় বিজ্ঞাপনের দিকে চোখ পড়ে অনেকের। বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেকে ইলিশের আগাম বুকিংও দেন। কিন্তু শেষ পর্যন্ত বেশির ভাগ প্রতারিত হতে হয় তাদের। বুকিং দেওয়া ইলিশ না পেয়ে ছুটে যান চাঁদপুরে। সেখানেও নেই বিজ্ঞাপনদাতা। এ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান, প্রতারিত ক্রেতারা। এমন পরিস্থিতিতে প্রকৃত মাছ ব্যবসায়ীদেরও পড়তে হয় বিড়ম্বনায়। নাম-পরিচয় গোপন রাখার শর্তে রাজধানীর একজন জ্যেষ্ঠ সাংবাদিক জানান, তিনি নিজেই অনলাইনে কম দামে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপনের ফাঁদে...