বিশ্বের বহ প্রভাবশালী মুসলিম দেশ যখন ইজরায়েল ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে চুপচাপ, ঠিক তখনই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের দেশ পর্তুগাল। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের পর এবার পর্তুগালও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের আগেই রবিবার এই সিদ্ধান্ত কার্যকর হবে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকলেও আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল পর্তুগাল। তবে ইউরোপের দেশগুলোর এ পদক্ষেপ ভালোভাবে নেয়নি ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতাকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, ২০২৩...