ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে হাজার হাজার প্রতিবাদী নাগরিক দেশটির শত শত কোটি ডলারের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে। দেশটির কর প্রদানকারী নাগরিকদের আজ রোববারের (২১ সেপ্টেম্বর) বিক্ষোভ কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। খবর এএফপির। তথাকথিত 'ভূতুড়ে অবকাঠামো' প্রকল্পগুলো নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে ক্ষোভ ক্রমশ বাড়ছে। গত জুলাই মাসে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই কেলেঙ্কারির কথা প্রকাশ করেন। দেশজুড়ে নজিরবিহীন কয়েক সপ্তাহের বন্যার পর এ তথ্য তিনি তুলে ধরেন দেশবাসীর সামনে। মার্কোস গত সপ্তাহের শুরুতে বলেছিলেন, তিনি বিক্ষোভকারীদের প্রতি 'একটুও' দোষারোপ করছেন না। পাশাপাশি তিনি বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানান। এখনো বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই তাদের প্রতিবাদ প্রকাশ করছে। তবে দু'টি আলাদা ঘটনায় তরুণ বিক্ষোভকারীদের পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়তে দেখা গেছে।...