অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ শান্তির আশা এবং দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার জন্য আমি স্পষ্টভাবে ঘোষণা করছি—এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি বলছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’ অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে কানাডার পর দ্বিতীয় জি৭ দেশ হিসেবে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে লিখেছেন, অস্ট্রেলিয়া কানাডার সিদ্ধান্ত অনুসরণ করে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটি কানাডা ও ব্রিটেনের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ। এই সিদ্ধান্ত ‘দ্বিরাষ্ট্র সমাধানের...