বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নেয়ার কথা আগেই জানিয়েছেন তামিম ইকবাল। নির্বাচনের আগে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তিনি। এসময় তিনি অভিযোগ করেছেন, বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন। পাশাপশি নির্বাচনে সরকারী হস্তক্ষেপ বেড়ে গেছে বলে দাবি করেছেন তামিম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে তামিম বলেন, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছিল। তখন তাকে আমি একটি কথাই বলেছিলাম- আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। শুধু একটি বিষয়ই চাই, আর তা হলো একটি সুষ্ঠু নির্বাচন হোক। এর বাইরে আমি তার কাছে কোনো দাবি করিনি, কিছুই...