সংগীতশিল্পী জুবিন গার্গকে হারিয়ে শোকে ডুবে আছে আসাম। রাজ্য সরকার শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু করেছে।শনিবার মধ্যরাতে জুবিনের মরদেহবাহী বিমান আসামে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে দিল্লি থেকে মরদেহ আসামের রাজধানী গুয়াহাটির উদ্দেশে রওনা হয়েছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, ‘আমাদের প্রিয় জুবিনের ভক্তরা রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’তিনি আরও অনুরোধ জানান, সবাই যেন শৃঙ্খলা বজায় রেখে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করেন, যাতে প্রয়াত সংগীত কিংবদন্তিকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানানো সম্ভব হয়।রাষ্ট্রীয় শোক চলাকালে (২০-২২ সেপ্টেম্বর) কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক আয়োজন করা হবে না। তবে...