টাঙ্গাইলের নাগরপুরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরু বেপারি (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল আনুমানিক তিনটার সময় নুরু বেপারি মামুদনগর বাজার থেকে হেঁটে নিজ বাড়ির পথে রওনা দেন। পথে পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর: ঢাকা মেট্রো ব-১১-৭০২১) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায়...