আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর রাজনীতিতে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব হওয়ায় আশায় বুক বাঁধছে এলাকার মানুষ। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী এ সংসদীয় আসনে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। নীতি নির্ধারণী মহল এবং সম্ভাব্য নির্বাচনী বোর্ডের নজর কাড়তে একক উদ্যোগসহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চলছে। পাশাপাশি নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধিতে জোর তৎপরতা চালাচ্ছেন এ আসনের মনোনয়ন প্রত্যাশীরা। দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা হিসেবে পরিচিত নরসিংদী রায়পুরা উপজেলা। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে নরসিংদী-৫ আসন। বিগত দিনগুলোতে নরসিংদীর ৫টি আসনের মধ্যে এ আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে। তবে এ আসনে একবার ছিল জাতীয় পার্টি এবং দুইবার ছিল বিএনপির হাতে। ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মো....