জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিবের উদ্যোগে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া এই উৎসবে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবে শিক্ষার্থীদের জন্য পরিবেশন করা হয় দুই ধরনের পিঠা এবং মাল্টা ও আনারসসহ মোট পাঁচ ধরনের ফল। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিয়াল হাসান বলেন, ক্যাম্পাসে এভাবে সবাই একসঙ্গে মিলে কিছু সময় আনন্দ ভাগ করে নেওয়া খুব ভালো লাগার বিষয়। ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, তারা যে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে, এটা তার প্রমাণ। উৎসবের আয়োজক রিয়াসাল...