আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ‘আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের আমির মো. শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, জমিতে উলামা ইসলাম জেলা সভাপতি জামিলুর রহমান আনসারী, এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ এবং পুজা উদযাপন...