‘৩০ জুন প্রকাশিত খসড়া গেজেট ছিল যুক্তিসঙ্গত ও জনগণের প্রত্যাশানুযায়ী, কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে।’ স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেটকে ঘিরে গাজীপুরে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর সচেতন নাগরিক মঞ্চ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ৩০ জুন প্রকাশিত খসড়া গেজেট ছিল যুক্তিসঙ্গত ও জনগণের প্রত্যাশানুযায়ী, কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। লিখিত বক্তব্যে জানানো হয়, কাশিমপুর থানার ১–৬ নম্বর ওয়ার্ড হঠাৎ গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত করায় দীর্ঘদিনের ভৌগোলিক অখণ্ডতা ভেঙে গেছে। বক্তারা উল্লেখ করেন, তুরাগ নদী বেষ্টিত কাশিমপুর ঐতিহাসিকভাবে...