দীর্ঘ ২৩ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই অবরুদ্ধ উপত্যকাটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। তাদের এই আগ্রাসনে বলতে গেলে শক্ত কোনও প্রতিরোধ গড়তে পারছে না ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ অবস্থায় অসহায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে মাঝে মাঝে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইয়েমেনের হুতি অধ্যুষিত অঞ্চল ও লেবানন থেকে। এবার এমন একটি হামলা চালানো হলো গাজা উপত্যকা থেকেই। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা...