বাংলাদেশ ও ভারতের অভিন্ন ঐতিহ্যের মায়াবী ঝলকে ঝলমলে হয়ে উঠল নয়াদিল্লির জাতীয় ক্রাফটস মিউজিয়াম। গত শুক্রবার সন্ধ্যায় পাঁচ দিনব্যাপী জামদানি প্রদর্শনীর উদ্বোধনের পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, বাংলাদেশ ও জামদানি কেন সমার্থক, কোন অবিশ্বাস্য দক্ষতায় এই বুনন অনন্য শিল্পের মুগ্ধতা ছড়ায়, তা তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন। রিয়াজ হামিদুল্লাহ বলেন, এবার স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে কিছু জামদানি শাড়ি এনেছিলাম। দেখলাম, এদেশে জামদানি নিয়ে নারীদের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্ভাসে এমনভাবে অনন্য সাধারণ জামদানি প্রদর্শনী ভারতের রাজধানীতে এই প্রথম। দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক আবহে এই প্রদর্শনী শরৎকালে বসন্ত–সমীরণের মতোই স্বস্তিদায়ক। জামদানি বুননের দীপ্তি ও উদ্ভাসের ছটা শুক্রবারের সাপ্তাহান্তিক সন্ধ্যায় যে মায়াজাল ও বিস্ময় সৃষ্টি করেছে, সরকারি সহযোগিতায় তা সম্ভব করে তুলেছেন দুই দেশের...