ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া ও কানাডা। রবিবার তিন দেশ এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। রবিবার প্রথম ফিলিস্তিনকে স্বীবৃতির ঘোষণা দেয় কানাডা। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর দেশগুলোর মধ্যে কানাডাই প্রথম এই ঘোষণা দিলো। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক পোস্টে বলছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে কার্নি বলেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্যই শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে।” এর পরপরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয় অষ্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া কানাডার ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুসরণ করেছে। তিনি বলেছেন, এটি কানাডা ও ব্রিটেনের সাথে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টা।’...