‘দাগী’ সিনেমার সাফল্যের পর ফের নতুন চমক নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। দর্শকদের প্রত্যাশা মেটাতে এবার এমন একটি সিনেমা বেছে নিয়েছেন, যা তার আগের সব কাজকেই ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের নতুন ছবির প্রসঙ্গে তমা বলেন, ‘আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’শুধু বর্তমানের সাফল্য নয়, ভবিষ্যতেও দর্শকের হৃদয়ে জায়গা করে রাখার ইচ্ছার কথাও জানান তিনি। তার ভাষ্য, ‘আমার একটাই ইচ্ছা। হয়তো অনেক বছর পরে নানা কারণে কাজ নাও করতে পারি। তখনও যেন দর্শক আমাকে আমার ভালো কাজগুলোর জন্য মনে রাখে।’বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের প্রত্যাশা জানিয়ে তমা বলেন, ‘ভিন্ন...