লক্ষ করে দেখা গেছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে বেশকিছু ভুল তথ্য ও বর্ণবাদী প্রোপাগান্ডা রয়েছে। এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও ভুয়া।এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসান মাসুদ। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা না। কারণ আমি অনেক দিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতকর।’ এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসান...