সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই থেকে দায়মুক্তি পাওয়ার পর মানসিক ঝড়, পরিবারের ওপর প্রভাব এবং সেই মুহূর্ত কীভাবে তাদের চিরতরে বদলে দিয়েছে—সবকিছুই এনডিটিভি’র সঙ্গে শেয়ার করলেন অভিযুক্ত প্রেমিকা রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তী জানালেন, সিবিআই থেকে মুক্তির খবর শোনার পর তাদের পরিবারের আবেগঘন মুহূর্ত কেমন ছিল। তিনি বলেন, ‘সেদিন আমার বাড়িতে সবাই কেঁদেছিল। আমি আমার ভাইকে জড়িয়ে ধরে ভেঙে পড়েছিলাম। যখন মা-বাবার দিকে তাকালাম, বুঝতে পারলাম আমরা আর আগের মতো অনিশ্চিত পরিবার নেই। সেই মুহূর্ত আমাদের স্থায়ীভাবে বদলে দিয়েছিল।’ খবরটি প্রথম জানতে পেরে রিয়ার অবিশ্বাস হয়েছিল। তিনি যোগ করেন, ‘আমার মা বললেন, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে যে সিবিআই আমাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম, এটা সত্যি হতে পারে না, মিডিয়া তো প্রায়শই তথ্য সঠিকভাবে দেয় না। আমি অপেক্ষা...