ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। স্থানীয় সময় আজ রোববার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যৌথ বিবৃতিতে এই স্বীকৃতি দেওয়া হয়। ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। যুক্তরাজ্য যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে, এ বিষয়টি গত জুলাইয়ে জানানো হয়েছিল। ব্রিটিশ সরকার জানায়, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘ মেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে, তাহলে তাঁরা নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এরপর কানাডা ও অস্ট্রেলিয়াও একই পথ অনুসরণের ঘোষণা দিয়েছিল। আজ রোববার এই তিনটি দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল তখনও গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ সন্ধ্য পর্যন্ত অন্তত ৫৫...