২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এবছরের দূর্গোৎসব একটু স্পর্শকাতর। ছাত্র-জনতার অভ্যূত্থানে একবছর আগে স্বৈরাচারের পতন ঘটেছে এ দেশে। স্বৈরাচারের পতন ঘটলেও স্বৈরাচারের লেজ এখনো গুপ্তভাবে নড়াচড়া করছে। স্বৈরাচারের বিপুলসংখ্যক নেতাকর্মী পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। আসছে দূর্গোৎসবে এরা সুযোগ নিতে পারে। সেজন্য আমাদের সবাইকে দল মত নির্বিশেষে তাদের পাশে থাকতে হবে। যাতে হিন্দু ভাই-বোনেরা তাদের সবচেয়ে বড় দূর্গোৎসব সুন্দর ভাবে করতে পারেন। কিছু একটা আগে হয়নি বলে আগামীতে হবে না আমার যেন সেজন্য আত্মতুষ্টিতে না ভোগি। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখতে স্বেচ্ছাসেবক থাকতে হবে। বিশেষ করে রাতের বেলা। পুলিশ থাকলেও আমরা যদি নিজেরা সচেষ্ট থাকি তাহলে পূজামণ্ডপ গুলোকে সিকিউরড থাকবে। পূজামণ্ডপের আশপাশে...