জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওসি মাকসুদ আলমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একটি সিআর মামলায় এক বছর দুই মাস সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে (৪৮) ১৬ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তবে তাকে অন্যান্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয়। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়। লিটন যখন থানায় ছিলেন সেসময়ের কিছু ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা যায়, লিটন হাজতখানায় খাট, তোষক-বালিশ এবং মোবাইল ব্যবহার করছেন। এসব ছবি নিয়ে সমালোচনা তৈরি হয়। যদিও তখন গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম দাবি করেছিলেন, “অন্য একটি মামলায় জামিন পেয়ে আসামি লিটন হাওলাদার দেখা করার জন্য থানায় আসেন। তবে তিনি অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি...