করাচি শহরের পুলিশ কর্মকর্তা জাভেদ আহমেদ আবরো এএফপিকে নিশ্চিত করে বলেন, একটি মহাসড়কের পাশে তিন তৃতীয় লিঙ্গের নারীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এক বিবৃতিতে বলেন, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সমাজের ‘অরক্ষিত’ অংশ। আমাদের সকলের উচিত তাদের প্রতি মর্যাদা ও সম্মান দেখানো। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানে তৃতীয় লিঙ্গের মানুষদের ওপর সহিংসতা বাড়ছে। তবে অনেক ঘটনাই অপ্রকাশিত থেকে যায়। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করেন স্থানীয় কাউন্সিলর শাহজাদি রাই। তিনি বলেন, যখন ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা এতো খোলাখুলিভাবে চালানো হয়, তখন এমন ঘটনা ঘটাই স্বাভাবিক। সরকার ও আইসশৃঙ্খলাবাহিনী আমাদের পাশে রয়েছে। তবুও এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে, যা সমাজের গভীরে গেঁথে থাকা ঘৃণা প্রমাণ...