বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ব্যবসায়ী, বিনিয়োগকারীসহ সবাই জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন তিনি। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখা দরকার বলেও এ সময় মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বাংলাদেশ এখনই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়। সার্বিক দিক বিবেচনা করা এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সমীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শ্রম আইন সংশোধন করতে ব্যবসায়ীদে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়ন করা যাবে...