দুই দলের মাঠের লড়াইটা আজকাল একপেশেই হয়ে গেছে। পাকিস্তান সর্বশেষ কবে ভারতকে ক্রিকেট মাঠে হারিয়েছে, এ প্রশ্নের উত্তর এখন আর চটজলদি দেওয়া যায় না। অথচ তিন সংস্করণ মিলিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে এখনো ম্যাচ জয়ে পাকিস্তানই এগিয়ে। ১৯৫২ সালে পাকিস্তানের টেস্ট অভিষেক থেকে শুরু করে এবারের এশিয়া কাপের প্রথম পর্ব পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২০৯ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর ৮৮টিতে জিতেছে পাকিস্তান, ভারত জিতেছে ৭৭টিতে। অন্য ম্যাচগুলোর একটি টাই হয়েছে, ফল দেখেনি ৫টি ম্যাচ, আর ৩৮টি টেস্ট হয়েছে ড্র। ক্রিকেট মাঠে দুই দলের ৭৩ বছরের লড়াইয়ের ইতিহাসে পাকিস্তান কিংবা ভারত কখনোই একে অন্যকে টানা পাঁচ ম্যাচের বেশি হারাতে পারেনি আগে। ভারত আজ জিতে গেলে প্রথমবারের মতো সংখ্যাটা ছয় হয়ে যাবে। ৮৮ জয়ের সর্বশেষটি পাকিস্তান পেয়েছে তিন বছর আগে টি-টোয়েন্টি এশিয়া...