২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম গণমাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে পরিচালিত মাস্টার মিডিয়া ইনস্টিটিউটের সদনপত্র বিতরণ ও সম্মানা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রে একটি হলরুমে শিক্ষার্থীদের সদনপত্র বিতরণ ও সম্মানা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। বেশ কয়েকজন সংবাদ কর্মী ও সংবাদ উপস্থাপককে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস ফার্মা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং দি রেডিসান ল্যাবরটরিজ লিমিটিডের চেয়ারম্যান মাহমুদুল হাসান গাজ্জালী তালুকদার। তিনি বলেন, মাস্টার মিডিয়া একটি প্রতিষ্ঠান, একটি আস্থার জায়গা। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও ন্যাশনাল ডেস্ক...