২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বলরামপুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা কামাল ধনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় প্রধান অতিথি ফিরোজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর,ন্যায় বিচার ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি। জনগণ বিএনপি’র পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব।...