ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। সূচনালগ্ন থেকেই দ্বৈরথ চলছে এই দুই দলের। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৭ উইকেটে। এবার সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে আটটায় শুরু হবে এ লড়াই। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ধস নামিয়েছিল ভারতীয় বোলাররা, বাবর-রিজওয়ান বিহীন পাকিস্তানকে মাত্র ১২৭ রানে গুটিয়ে দিয়েছিল। জবাবে ওপেনার অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে সহজেই জয় তুলে নেয় ভারত। ম্যাচে ৩ উইকেট নিয়ে একাই পাক শিবিরে ব্যাটিং ধস নামিয়ে ছিলেন কুলদীপ যাদব। সুপার ফোরে পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আগের ম্যাচের হারের শোধ তুলতে মরিয়া পাকিস্তান। লড়াইয়ের আমেজ পাওয়া যায় পাকিস্তানি ব্যাটার ফখর জামান এর বক্তব্যে। তিনি বলেছেন, “আমরা ভারতের কাছে...