এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে টাইগাররা। এরই মধ্যে তাদের শ্বাসরুদ্ধকর জয় ক্রিকেটবিশ্বে দারুণ সাড়া ফেলেছে। রোববার (২১ সেপ্টেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে এ পরামর্শ দেন তিনি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের খেলার প্রশংসাও ঝরেছে তার মুখে। বাংলাদেশের গেম অ্যাওয়ারনেস ও রান তাড়ার ধরনে মুগ্ধ কামরান। তিনি বলেন, এখন পর্যন্ত এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ ছিল না। সেটিই করে দেখিয়েছে বাংলাদেশ। এটি চমৎকার অর্জন লাল-সবুজ জার্সিধারীদের। দুর্দান্ত গেম প্ল্যান এবং সেটা বাস্তবায়ন ও চমৎকার ক্রিকেটের জন্য অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট, সর্বোপরি পুরো দলকে অভিনন্দন...