দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. তুহিন হাসানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।একইসঙ্গে পৌর বিএনপি ও তাদের অধীনস্ত ওয়ার্ড কমিটিগুলোর নেতাদের তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে মনিরামপুর পৌর বিএনপির আরও কয়েকজন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় নজরদারি না রাখা এবং অব্যাহতভাবে দলের নেতারা অপরাধে জড়িত হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা দেখা গেছে।জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের সাবেক সভাপতিএসব বিষয়ে কোনো সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ না করায় পৌর বিএনপির সভাপতি ও...