বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রদান করা হয়েছে, এবং নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন দেশের একজন খ্যাতিমান কবি, যিনি দীর্ঘদিন ধরে সাহিত্য, সাংবাদিকতা এবং সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত। তিনি ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ৮ বছর বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ প্রকাশিত হয় শতদল পত্রিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত...