ঢাকা:মাদক ধরা অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মাদককে কীভাবে সমূলে বিনষ্ট করে দেওয়া যায়, সেটা নিয়ে সরকারের চিন্তা-ভাবনা আছে বলেও তিনি জানান। রোববার (২১ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ এসব কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভায় আলোচনা হয়েছে। মাদকের পরিবর্তে দেশ থেকে চাল, সার, ওষুধসহ অন্যান্য সামগ্রী চলে যাচ্ছে। বরগুনা, ভোলা এসব এলাকা থেকে চাল এবং সার চলে যায়। এটা যেহেতু সাগর দিয়ে যায়, তাই আমরা বিশেষভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে নির্দেশনা দিয়েছি। যেভাবে হোক এটা বন্ধ করতে হবে। তিনি বলেন, যখন ধরা বেশি পড়ে, তখন মাদকের দাম বেড়ে যায়। মাদককে...