কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজাছড়া এলাকার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার দিনভর চলে এই অভিযান। এতে শতাধিক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং বহু অস্ত্র ও আসামিকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘টেকনাফের রাজাছড়া এলাকার গহীন পাহাড়ে বিজিবি এবং র্যাবের যৌথ অভিযানে শতাধিক ভুক্তভোগী এবং বহু অস্ত্র ও আসামি গ্রেপ্তার হয়েছে। বর্তমানে এখনও পাহাড়ে অভিযান চলছে।’ জানা গেছে, পাহাড়ি দুর্গম এলাকা, ভারী বৃষ্টি এবং ঘনজঙ্গলের...