কুড়িগ্রাম জেলা পরিষদের মাসিক সভা রোববার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সিফাত মেহনাজ সভাপতিত্ব করেন। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহ. হুমায়ুন কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক সোহেলী পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনসহ সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ...