বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে সব পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী’ কার্যকলাপের জন্য তাকে অব্যহতি দিয়েছে দলের নীতি নির্ধারকরা। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এই অব্যহতি প্রদান করা হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যশোর জেলার মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. তুহিন হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।...