বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী ওলামা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, মাওলানা মামুনুল হক-এর নেতৃত্বে এবং মাওলানা আব্দুল হামিদ-এর তত্ত্বাবধানে, আফগানিস্তানের ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন। এ সফরটি কাবুলে অনুষ্ঠিত একটি সরকারি কর্মসূচির অংশ হিসাবে ১৭ সেপ্টেম্বর শুরু হয়। এই প্রতিনিধি দলটি, যা যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘প্রোসপার আফগানিস্তান’ কর্তৃক আয়োজিত ও পরিচালিত, একটি তথ্য-সংগ্রহ ও সৌজন্যমূলক সফরে এসেছে এবং ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ দুই দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা অন্বেষণ করছে। ‘প্রোসপার আফগানিস্তান’ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় তিনটি মূল বিষয়ে: বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ, এবং দুই দেশের ওলামা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করা। পররাষ্ট্রমন্ত্রী...