আগামীতে যারা দেশে বিনিয়োগ করতে চান তারা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি আরও জানান, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। আমীর খসরু বলেন, ‘সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে আমরা আলোচনা করেছি—এই মুহূর্তে আমাদের এলডিসি গ্রাজ্যুয়েশনটা স্থগিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে।’ এসময় বিজিএমইএ সভাপতি মাহমুদুল হাসান খান...