এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে গতকাল শ্রীলংকাকে ১৬৮ রানে থামিয়ে ৪ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মিসবাহ-উল হক। মিসবাই বলেন, ‘আফগান ম্যাচের চেয়ে আজকের ম্যাচে আলাদা ছিল বাংলাদেশ। উইকেট হারানোর পরও আগ্রাসী মনোভাব ধরে রেখেছিল, এরকমভাবে বাংলাদেশকে খুব কমই খেলতে দেখেছি।" বাংলাদেশ দলের সামগ্রিক ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "শুধু আক্রমণ করেই খেলেনি, বাংলাদেশ দায়িত্বশীল ক্রিকেট খেলেছে। রানিং বিট্যুইন দ্য উইকেট দুর্দান্ত ছিল। নিয়ন্ত্রণে রেখেছিল নিজেদের। শেষ ওভারে যদিও ভয় ধরিয়ে দিয়েছিল, তবে দারুণ খেলেছে বাংলাদেশ।" বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিসবাহ বলেন, "হৃদয় অসাধারণ ইনিংস খেলেছে। যখন সে নেমেছে তখন শ্রীলঙ্কার মূল বোলাররা বল করছিল, হাসারাঙ্গা বল করছিল। অবশ্যই অসাধারণ ইনিংস! খুব আরামসে ছক্কা...