খুলনা মহানগরীর বাস্তুহারা এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবি পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আরো পড়ুন:গণ-অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই: মঈনপাথর চুরির ঘটনায় জামায়াত নেতার নামও এসেছে : রিজভী গণ-অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই: মঈন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, ‘‘বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে।’’ গোলাম মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে খালিশপুর থানায় সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি। তবে এ সব মামলায় তিনি জামিনে আছেন। ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান,...