রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে লিচুতলায় সকাল থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিতে রাকসুর সব কার্যক্রমসহ জরুরি সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, আমাদের উপ-উপাচার্য এবং কর্মকর্তাদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার কার্যকর এবং আমাদের প্রতিষ্ঠানিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে। চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ জরুরি প্রয়োজন এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। তবে...