রংপুর সিটি করপোরেশনে নিষিদ্ধ অটোরিকশার লাইসেন্স দেওয়ার নামে পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা সংক্রান্ত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগরীর মারধরের প্রতিবাদে গণমাধ্যম কর্মীরা বিক্ষোভ করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে রংপুর সিটি করপোরেশনের সামনে সমাবেশ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মব সৃষ্টির ইন্ধনদাতা রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে অপসারণ ও সন্ত্রাসীদের গ্রেফতারে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে বক্তব্য দেন- রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক মাযহারুল মান্নান, ভুক্তভোগী লিয়াকত আলী বাদল, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকুল, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ বায়েজীদ আহামেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার...