ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বর্তমানে আমাদের (ভারতে) দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশি পণ্য জুড়ে গিয়েছে। এর থেকে মুক্তি পেতে হবে। আমাদের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কিনতে হবে। প্রতিটি বাড়িকে স্বদেশি পণ্যের প্রতীক বানাতে হবে, প্রতিটি দোকানকে স্বদেশি পণ্যে সাজাতে হবে।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই সে কথা ঘোষণা করেছিলেন। তার ঠিক আগের দিন আজ রোববার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তা দিলেন মোদি। গর্বের সঙ্গে স্বদেশি পণ্যের কেনাবেচা করার আহ্বান জানান মোদি। প্রতিটি রাজ্যে স্বদেশি পণ্যের উৎপাদনের গতি আরও বৃদ্ধি করার জন্যও রাজ্য সরকারগুলোকে পরামর্শ দেন তিনি। বিনিয়োগের জন্য পরিবেশ তৈরি করারও পরামর্শ দেন তিনি। মোদি বলেন, ‘কেন্দ্র ও রাজ্য...