ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম এবার মিটিং অভিজ্ঞতায় আনছে বড় পরিবর্তন। বহারকারীরা শিগগিরই নিজেদের একটি ‘ফটোরিয়ালিস্টিক এআই অ্যাভাটার’ তৈরি করতে পারবেন যা মিটিংয়ে তাদের হয়ে হাজিরা দেবে যদি কেউ ঠিক ক্যামেরা-রেডি না থাকেন। ডিসেম্বরের শুরুতে জুমের ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। এর জন্য একটি ছবি অ্যাপে আপলোড করতে হবে বা সরাসরি তুলতে হবে। তারপর জুম ব্যবহারকারীর ডিজিটাল ক্লোন তৈরি করবে। ক্লোনটির জন্য চাইলে ব্যবহারকারী বিভিন্ন পোশাক বাছাই করতে পারবেন। মজার বিষয় হলো, এই অ্যাভাটার শুধু স্থির থাকবে না বরং ব্যবহারকারীর বাস্তব নড়াচড়া ও কথার সঙ্গে মিল রেখে মিটিংয়ে চলাফেরা করবে। এর আগে জুম ব্যবহারকারীদের রেকর্ড করা মেসেজ এআই অ্যাভাটারের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছিল। তবে নতুন এই ফিচার একধাপ এগিয়ে গিয়ে লাইভ মিটিংয়েই এআই ক্লোনকে হাজির হতে দেবে। জুমের সিইও এরিক ইউয়ান...