২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে কথিত প্রতিবাদ সভা থেকে সাধারণ মানুষকে উত্তেজিত করে মব সৃষ্টির মাধ্যমে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও মাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়েরের তিনদিন পর দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটকের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাবইন্সপেক্টর মীর হোসেন ইনকিলাবকে জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ছাড়াও জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে তদন্ত করা হয়েছে এবং তদন্ত চলছেও। সেই তদন্তের আলোকে রোববার বেলা ১২টার দিকে আসাদপুর গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ওই গ্রামের মো. ইব্রাহিম (২৪), তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী। অপরজন হলেন- মো. সহিদ উল্লাহ...