দুর্ঘটনায় নয়, জুবিনের মৃত্যুর আসল কারণ জানালেন তার স্ত্রী গরিমা গার্গ। সম্প্রতি আচমকা কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রয়াণে স্তব্ধ ভারত। জনপ্রিয় গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত অঙ্গনে। প্রথমে শোনা গিয়েছিল, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। তবে জুবিনের স্ত্রী গরিমা গার্গ জানালেন আসল সত্য। তিনি দাবি করেছেন, ডুবে নয়, খিঁচুনিতে আক্রান্ত হয়েই মারা গেছেন ৫২ বছর বয়সী এই শিল্পী। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গরিমা জানান, জুবিন গার্গ একটি ইয়টে করে সাত-আটজনের সঙ্গে সিঙ্গাপুরের একটি দ্বীপে গিয়েছিলেন। দলে ছিলেন ড্রামার শঙ্কর ও সিধার্থও। সবাই মিলে একসঙ্গে সাঁতার কেটে ফিরে আসেন ইয়টে। সকলের গায়েই ছিল লাইফ জ্যাকেট। কিন্তু কিছুক্ষণ পর আবারও সাঁতার কাটতে নেমেছিলেন জুবিন। সেখানেই খিঁচুনি উঠে তার। গরিমা বলেন, ‘জুবিনের আগেও কয়েকবার খিঁচুনির সমস্যা হয়েছিল। সেবার...