শুল্ক নিয়ে তুমুল বিতর্কের মধ্যে নয়া নির্দেশ জারি যুক্তরাষ্ট্রের। এবার থেকে বিদেশি কর্মী নিয়োগ করতে হলে অ্যামেরিকার কোম্পানিকে বাড়তি টাকা দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক বোমায় আলোড়ন পড়েছে বিশ্বে। ভারতের উপরে সে জন্য অনেকটাই চাপ তৈরি হয়েছে। এ নিয়ে বিতর্ক না মিটতে এবার নয়া নির্দেশ জারি হোয়াইট হাউসের। অ্যামেরিকার এই নির্দেশ এইচ-ওয়ান বি ভিসা সংক্রান্ত। এই ভিসা দেয়া হয় সে দেশের অভিবাসীদের। অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন কেউ অ্যামেরিকায় সাময়িকভাবে বসবাস করেন, তাদের এই ভিসা লাগে। ১৯৯০ সালে অভিবাসী ভিসা চালু হয়। যে ভিসার মাধ্যমে ভারতীয়-সহ বিভিন্ন দেশের বহু মানুষ কর্মসূত্রে অ্যামেরিকায় বসবাস করেন। তাদের মাথায় এখন বাজ পড়ার অবস্থা। কী বলা হয়েছে নয়া নির্দেশে? বিদেশি নাগরিকদের নিয়োগ করতে হলে অ্যামেরিকার সংস্থাকে অতিরিক্ত অর্থ দিতে হবে। এই...