শারদীয় দুর্গাপূজা ঘিরে যেন কোনো স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান। শুভ মহালয়া ১৪৩২ উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠান হয় বলে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত বলেন, সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সব ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়, আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয় এবং মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।’আরও পড়ুনসব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাদুর্গাপূজায় বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীরঅপেক্ষার...