ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়েছে এবং সীমান্ত অমান্য করে পার হওয়ার সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১২টার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি কলাবাগান থেকে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর ভোর সাড়ে ৩টার দিকে বেনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/৪-এস সংলগ্ন এলাকা থেকে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করে। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। আটক পুরুষের নাম নিপুন সমাদ্দার (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সকাল সাড়ে ৭টার দিকে পলিয়ানপুর বিওপির টহল দল কাজিরবেড় গ্রাম থেকে আরও ৬ জনকে আটক করে। তাদের মধ্যে ২...