নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিয়নপির ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে বলে জানিয়েছে যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার। রবিবার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন এর নূরপুর ও দুর্লভপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ আহবান জানান। মাহবুবুর রহমান সরকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে ভোটারদের মন জয় করতে ওয়ার্ড ভিত্তিক টিম করে ৩১ দফার দাওয়াত গ্রামেগঞ্জে পৌঁছে দিতে হবে। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের ওইক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকে বার বার বলছেন...