ঠাকুরগাঁও শহরে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) শহরের অপরাজেয় ৭১ এলাকায় এ অভিযান চালানো হয়।এ সময় তাদের কাছ থেকে ৭০০ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন— পৌরশহরের হাজীপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে বুড্ডা (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই। শিশুপার্কের সামনে দিয়ে মোটরসাইকেলে তারা শহরে যাচ্ছিলেন। এ সময় ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু হয়। চৌকস টিম দ্রুত তাদের নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৭০০ ইয়াবা জব্দ করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিক...