সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ লুটের ঘটনার মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে তাকে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান। ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরী থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-৯। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ১১ অগাস্ট চাঁদাবাজি ও দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের পদ স্থগিত করে বিএনপি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সাদাপাথর’ লুটপাটের ঘটনায় সাহাব উদ্দিনকে ‘মূলহোতা’ বলে দাবি করেছে র্যাব। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আলোচিত ‘সাদাপাথর’ লুট ছাড়াও...